নতুন ফেনী বিনির্মাণে ফেনীর একমাত্র ব্লগ, ফেনী তথা দেশের বিভিন্ন খবরা-খবর... , খসড়া

সত্য বলি , মিথ্যা পরিহার করি; * মৃত্যুর পরবর্তী জীবনকে চিন্তা করি * এ জীবনে বড়াই করার কিছু নেই * মানুষের জীবন একখানা বরফখন্ড ছাড়া কিছুই নয়;

ড়, র, ি , ী, উ, ঊ, ষ, স –এর ব্যবহার

  • বাড়ি (বাসস্থান/হাউস), বারি (বৃষ্টি), ঝড়বৃষ্টির ঝড় বানানে ; ঝরে-পড়া স্কুলশিশু, ঝরা পাতা, বৃষ্টি ঝরেছিল, ইত্যাদি ক্ষেত্রে র। অর্থাৎঝড় যখন বিশেষ্যপদ, তখন ;    আর   ঝর যখন ক্রিয়াপদ, তখন  
  • কি (প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হলে),    কী (প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয়ে যদি বর্ণনামূলক কিছু আসে) 
  • পড়ি/পড়া  (বই পড়া),, পরা(পরাজয়, পরাধীন), পরি (পরিবার, পরিচয়, পরিস্থিতি ইত্যাদি), বারি (বৃষ্টি), বড়ি (ঔষধ-বড়ি), সরণি (রাস্তা), স্মরণ(স্মৃতি), দরিদ্র (বিশেষণ) দারিদ্র-দরিদ্রতা (বিশেষ্য), শৃঙ্খলা আকাঙ্ক্ষা, মুহূর্ত, মমূর্ষূ, ভুল, লক্ষ (লক্ষ টাকা), লক্ষ্য (উদ্দেশ্য), দাঁড়ি-পাল্লা, দাড়ি-মোচ,
  •  ভারি = খুব, ভারী = ওজনদার, বেশি (পরিমাণে বেশি), বেশী(বেশধারী), নিচ(নিচু অর্থে), নীচ(হীন অর্থে),
  • সার্থক, সাক্ষী, ওঠে, উঠে, লক্ষ্মী, যক্ষ্মা, জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ, গাঁথা, গাথা, অঞ্জলি বানানে -কার এভাবে শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি।
  • দূর বানানে দীর্ঘ -কার; কিন্তু দুর্নীতি, দুর্লভ, দুর্গম, দুর্নাম, দুর্ধর্ষ, দুর্দিন, দুঃস্থ, দুষ্প্রাপ্য, দুর্বল, দুর্গ ইত্যাদিতে হ্রস্ব -কার। দুঃসম্পর্কের আত্মীয় না, দূরসম্পর্কের আত্মীয়।
  • জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ, জ্যোতি, জ্যোৎস্না, ন্যূনতম
  • বিদেশী কোনো শব্দেই না বসলেও কেবল 'খ্রিষ্ট' শব্দটিতে বসবে। 'খ্রিষ্ট' শব্দটি ইংরেজি 'ক্রাইস্ট' থেকে এলেও এটি বাংলা ভাষায় ঢুকে আত্মীকৃত হয়ে গেছে
  • পুরস্কার, তিরস্কার, নমস্কার, ইত্যাদি বানানে ; আবিষ্কার, পরিষ্কারনিষ্ক্রিয়, বহিষ্কারদুর্বিষহ ইত্যাদি বানানে ষ।
  • ঊনত্রিশ, ঊনচল্লিশ…..  এভাবে ঊন বানানে যদিও ঊ-কার কিন্তু উনিশ বানানে উ-কার হয়।
  • ভূত, উদ্ভূত, বহির্ভূত, অভূতপূর্ব ইত্যাদি সমস্ত 'ভূত'- -কার; কেবল 'অদ্ভুত' বানানে -কার।