বিশ্বায়নে মুদ্রার প্রচলন কি উঠে যাবে? ডিজিটাল কারেন্সীতে চলবে বিশ্ব, ক্ষতি কী
আজকের বিশ্বায়ন ডিজিটাল পদ্ধতিতে চলছে। এ পদ্ধতিতে সবই ডিজিটের মাধ্যমে হয়। তাহলে বাহ্যিক মুদ্রার কী দরকার। কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যদি টাকা বা ডলার আদান-প্রদান করা যায় তাহলে ফুল দোকান, সব্জি দোকান, শাড়ীর দোকান, হোটেল রেস্তরায় কেন ডিজিটের লেনদেন করা যাবে না। অবশ্যই যাবে। তাহলে এত টাকা খরচ করে টাকা ছাপাতে হবে কেন? পকেটে টাকার বস্তা পেলে ডাকাত বা পকেটমারেরা কেন টাকা নিবে? মাছ কিনে আমি দোকানদারকে মোবাইল টু মোবাইল টাকা দেব অর্থাৎ ডিজিট দেব তাতে ক্ষতি কী? মাসশেষে চাকরিজীবীকে ডিজিট দেব, ব্যাস শেষ। সবক্ষেত্রে ডিজিটাল হয়ে গেলে ভিজুয়্যাল টাকার বা মুদ্রার কোনো দরকার নেই। ব্যাংকগুলোতে বস্তায় বস্তায় টাকা রাখার কী যৌক্তিকতা হতে পারে? তাহলেতো দুর্নীতিও অনেক কমে যাবে। তারই নাম ডিজিটাল। সারাবিশ্ব মিলে আমরা তাই করি। সেদিন হয়তো বেশি দূরে নয়।
এ কে কামাল, e-mail:kamalkhag@gmail.com, খাগড়াছড়ি।